ভালোবাসা এক ধরনের অনুভূতি। ভালোলাগা আর ভালোবাসা এক অর্থ নয়। প্রথিবীর সকল প্রাণী কিছু না কিছু ভালবাসে। ভালোবাসা: এইটা কতগুলো আবেগের বহিঃপ্রকাশ।ভালোবাসার কোনো সংজ্ঞা এখনো কেউ বের করতে পারেনি। এটাকে সংজ্ঞা দিয়ে আবদ্ধ করা ঠিক হবে না আসলে। শুধুই শারীরিক সম্পর্ক, শারীরিক আনন্দ, চরম-পুলকলাভ এগুলোকেই ভালবাসা বলে না, আরো অনেক কিছুর নাম ভালবাসা।ভালোবাসা হচ্ছে পাগলামি। স্বাভাবিক বুদ্ধি হারিয়ে পাগল হয়ে যাওয়ার নামই ভালোবাসা।
ভালোবাসা কাকে বলে?
ভালোবাসা হচ্ছে অস্বাভাবিক উদারতা। ভালাবাসার মূল অর্থ নিজের সবকিছু অন্যকে বিলিয়ে দিয়ে গরীব হয়ে থাকতে ইচ্ছে করার নামই ভালোবাসা।চারটি অক্ষরের সমণ্বয়ে ছোট্ট একটি শব্দ হলো "ভালোবাসা" যাকে আরবীতে বলা হয় 'মুহাব্বত' এবং ইংরেজী ভাষায় 'love'💘 বলে । যার অর্থ হচ্ছে - অনুভূতি, আকর্ষন, হৃদয়ের টান; যা সৃষ্টিগত ভাবে প্রত্যেকের মধ্যেই বিদ্যমান থাকে । যেমনঃ- সমস্ত প্রানিকূলের প্রতি সৃষ্টিকর্তার ভালোবাসা, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর সাথে মায়ের ভালোবাসা, স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসা ইত্যাদি ।
ভালবাসা হচ্ছে শুকনো পাতার মত যা সযত্নে রেখে দিলে চিরকাল মসৃণ থাকবে,আর কাপুরুষের ন্যায় এক মুঠোয় দখল করতে গেলে দুমড়ে মুচড়ে অস্তিত্বহীন হয়ে যাবে।ভালোবাসার সংজ্ঞাঃ কোন বস্তু বা জিনিসের প্রতি গভীর অনুভূতির পাশাপাশি প্রবল আকর্ষণ এবং অফুরন্ত হৃদয়ের টান থাকার নামই হলো ভালোবাসা ।
যদি ভালোবেসে আপনি কাউকে আটকে রাখতে চান, তার থেকে কিছু প্রত্যাশা করেন, তবে তা আসক্তি। যদি কিছু প্রত্যাশা না করে ভালোবাসার জন্যই ভালোবাসেন, তাই আসল ভালোবাসা। সত্যিকারের ভালোবাসার মানে বিশ্বাস,ত্যাগ,কষ্ট স্বীকার,নির্লোভী,সমর্থন, বিভিন্ন গুণের মধ্যে দিয়েই প্রকৃত ভালোবাসা ফুটে উঠে।কোন মানুষের সৌন্দর্য দেখে; বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে; আমাদের কারোর প্রতি ভালোলাগা তৈরি হয়। কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য হয়ে যায়। মানুষটাই তখন সবচেয়ে বড় হয়।
ভালোবাসা মানে কোনো মানুষের প্রতিটি গুন ভালো লাগবে। সে ভালোগুন হতে পারে আবার খারাপ গুন ও হতে পারে। কিন্তু ভালো লাগা মানে শুধুমাত্র তার ভালো জিনিসটাকে ভালো লাগবে বা ভাল গুণটাকে ভালো লাগবে।
কোন একজনকে দেখে হয়তো ভালো লাগলো , আবার যখন তার থেকে ভালো কাউকে দেখবো তখন আবার তাকে ভালো লেগে যাবে। ভালোলাগাটা হচ্ছে পরিবর্তনশীল। কিন্তু ভালবাসাটা সেইভাবে পরিবর্তনশীল হয়না।ভালোলাগা ক্ষণিকের জন্য। কিন্তু ভালোবাসা সারা জীবনের জন্য। দুটিকে মিশিয়ে ফেলবেন না। আমরা ভালোলাগাকে ভালোবাসা বানিয়ে ফেলি বলেই সমস্যার সৃষ্টি হয়।
সত্যিকারের ভালোবাসা এক বার হয় বার বার নয়।ভালোবাসা কত প্রকার সেটা জানি না।।তবে এটা জানি অনলিমিডেট।।। আমার কাছে মনে হয় মা-বাবা,,,স্ত্রী,,,প্রেমিক/প্রেমিকা,,,সবাইকে একই রকম ভালোবাসা উচিত,,কারণ আপনি এক মন দিয়ে কয়েক জনকে কি ভাবে ভিন্ন ভালোবাসবেন।।।যে কোনো একজনের ভালোবাসা বেশি হবে আর সবার ভালোবাসা কম হবে।।। এবার সব আপনার ইচ্ছা আপনি ভালোবাসা কয় ভাগে ভাগ করবেন?আমার মনে হয় ভালোবাসা দুই প্রকার। আরও নির্দিষ্ট করে বললে চার প্রকার যথাঃ
১ঃ সমাপ্ত ভালোবাসাঃ যেখানে দুজনের ভালোবাসার একটি শুভ পরিণতি / সমাপ্ত হয় তাকে সমাপ্ত ভালোবাসা বলে।
২: অসমাপ্ত ভালোবাসাঃ দুজন দুজনকে ভালবাসত কিন্তু কোনো কারণে সেটি সমাপ্ত হয়নি।
৩ঃ না বলা ভালোবাসাঃ অনেক ভালোবাসা ছিল কিন্তু কখনো ভালোবাসার মানুষটিকে বলা হয়নি। ভালোবাসার অনুভূতি নিজের মনেই ছিল। তা আর প্রকাশ করা হয়নি।
৪ঃ একতরফা ভালোবাসাঃ এখানে শুধু একজনই ভালোবাসে। অপরজন ভালোবাসে না। ভালোবাসা টা একপক্ষের হয়।
তবে ভালোলাগাকেই সবসময় ভালোবাসার নাম দেয়া যায় না। ভালোলাগা ভালোবাসায় পরিণত হতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হতে অনেক সময় লাগে। এখন তা নির্ভর করে আপনি কারো বাহ্যিক দিক দেখে ভালোলাগার সৃষ্টি না ভেতরের রূপ দেখে ভালোলাগার সৃষ্টি। আপনাকে আসলে অনুধাবন করতে হবে বেশ সময় ধরে।
কিন্তু আমরা কি জানি ভালবাসার অর্থ কি দাড়াচ্ছে? আমি আপনাদেরকে নিচে ভালবাসা শব্দটি ভেঙ্গে বুঝিয়ে দিচ্ছি।
যেমনঃ ভালবাসা
ভা= ভাগ্যহীন একটা নারী,পুরুষ।
ল= লজ্জাহীন একটা নারী,পুরুষ।
বা= বাবা, মায়ের অবাদ্যগত সন্তান।
সা= সাগরে ভাসা শেওলার একটা জীবন।
বিশ্লেষণ: ভাগ্যহীন নারী,পুরুষঃ
এবার আসি Love ঃ
L= lose
O= of
V= Valuable
E= energy
Love :Loss of valuable energy
যার বাংলা অর্থ ঃ গুরুত্তপূর্ণ শক্তি হারানো।
তাই কেউ আপনাকে শুধু ভালোবাসে বলেই তাকে ভালোবাসতে হবে তা জরুরি নয়, যদি ব্যক্তিটি আপনার প্রতি অবসেসড হয় তাহলে তার কাছ থেকে দূরে থাকুন এবং প্রয়োজন হলে একাই থাকুন কারণ সুখের চেয়ে শান্তিই সবার কাম্য।