মহান বিজয় দিবসের কবিতা | 16 December er Bangla kobita

Bangladesh name ti ak dine sristri hoy ni. Er pichone lukiye ache hajaro golpo hoyto kichu golpo aj itihasher patay gatha.{getToc} $title={বিজয় দিবসের কবিতাটি পড়ুন}

Sotti ei bijoy chilo khubi mormantic gotona, ja koyek hajar patay likhlew sesh hobe na, kinto ei bijoy ta cilo ek matro bangalir mukti, jekhane royeche mukto sadinota.


16 December Bangla Kobita (1971) pore tumi bijoy dibosher ba shadhinota dibosher
 tatporjo khuje pabe. Somogro banglai jatir protita ontore lukiye ache amader ei bijoy dibosh. Too cholo 16 december bangla poem ti hridoyer gobir onubuti, valobasha, sodda niye pora jak...

১৬ই ডিসেম্বর এর কবিতা

Bijoy Dibosh er Bangla Kobita | Bijoyer Kobita | 16 December ar Bangla Kobita:

কবিতা নাম 
আজ ১৬ই ডিসেম্বর

'মুক্তি সেনার রক্তে রঞ্জিত
অনেক সংগ্রামী চেতনা বিজড়িত,
স্বাধীন বাংলাদেশ আজ বিশ্বে
আলোড়িত৷

এ নয় এক কুড়িয়ে পাওয়ার এক সংস্কার,
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এক নতুন
উপহার৷

এ এক বিশাল পটভূমি
তোমার আমার জন্মভূমি৷
১৯৪৭ এর পর
পূর্ব পাকিস্তানের ঘর৷

ছিল দুঃশাসন, শোষণ ও বঞ্চনার ষড়যন্ত্র,
পাকিস্তান রাজাকার আলবদরের মন্ত্র৷
কেবল এক শাসন চক্রের ফাঁদ
দেশপ্রেমিক ও স্বাধীনতার স্বপ্নকে
নস্যাৎ৷

ঝড়েছে লাল রক্ত
ছিড়েছে নিড়িহ বাঙালির মাংস
জাতির বুকে লেলিয়েছে এক ধ্বংস৷

দাসত্ব শৃঙ্খলার বল, আর বেড়ি
স্বাধীনতা পিপাসিত সহেনা দেরি
মুক্তির পথ চাই সুগম তাড়াতাড়ি;

মুক্তির নিশান নর-নারী,
ছেড়ে বিটে ঘর-বাড়ি৷

চোখের অশ্রু করেনি পার
মানেনি বাংলার মানুষ এ করুণ হার
তবুও দীর্ঘ নয় মাস
ঝড়েছে লক্ষ লক্ষ লাশ৷

ঐক্য চেতনা, সংগ্রাম, বাস্তব অনুভূতি
প্রয়াস মুক্তি, মুক্তিই বাংলার ফলশ্রুতি৷

শহীদের অনুপ্রেরণায় আবার গড়ি মুক্তিগঠন,
হাতে হাত রেখে চল সূচনা করি
এক নতুন সুশাসন৷

ধর ধর ধর হৃদয় ধারণ কর
লাল সবুজের পতাকা
আজ ১৬ই ডিসেম্বর৷'

কবিতাটির লেখক মো: সোহেল রানা

যদি কবিতাটি ভালো লাগে তবে কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যে৷ ভালো থেকো তুমি৷
ওহে, যদি তোমার বিজয় দিবস নিয়ে বা অন্যকোনো বিষয় নিয়ে কোনো কবিতা থাকে, 

অবশ্যই কমেন্টে জানাবে, তোমার নাম এবং কবিতাটির রচনার সময়, কেন রচনা করলে পারলে সব দিবে না দিলেও হবে শুধু কবিতা হলেই হবে৷ কেমন...
Previous Post Next Post