Bangla Romantic Kobita: Jokhon prio manushushti pashe thake tokhon money hoy sob shuk dukho jeno akakar hoiye ace. Taito prio joner jonno kichu jopot bangla romantic kobita lekhechi.
যদি কবিতাগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে ভুলো না যেন।
{getToc} $title={আধুনিক প্রেমের কবিতা}
Prio manushtir jonno prithibir sob sukh-dukho-hasi biliye dibo jodi se onnoto kal amay hoye thake amay valobeshe thake.
Oh ha; jodi amader kobitagulo Sottii valo lege thake tobe kintu janabe like comment share too korvai taholo aro kobita likhajonno inspire hobo,
{alertSuccess}Read more: Bangla love sms
Acharau jodi koster kobita chau ta u paba, abar jodi bolo na na vi amak kichu koster sms deo tao dibo, tahole r deri kno cholo valobashar kichu kotha na porli miss., Let's start...
চোখ নিয়ে কবিতা (রোমান্টিক কবিতা)
কবিতার নাম
আমি প্রেমে পড়েছি
আমি প্রেমে পড়েছি তোমার মায়াবি চোখে
ঠিক যেমনটি তাকিয়েছিলে আমার দিকে,
আমি আড় চোখে দেখেছি তোমাকে বহুবার,
হৃদয়ে ঠাঁই দিয়েছি মাঝ বিন্দুর ছিদ্র পাড়৷
কেবল তোমায় দেখে দেখে অনুভবে,
খুব প্রিয় তাই আজও খুঁজি তোমায় নিরবে৷
এলোমেলো করে আমার হৃদয় উল্লাস,
কী ভালবাসবে না যদি হই প্রেমো দাস৷
তোমার মুখচ্ছবি বারবার ভাসে দু'নয়নে;
কি বলবে না কথা এখনও আপন মনে৷
কেবল হাসিতে হাসিতে রঙের আয়োজন,
খুঁজি তোমাতে মিলে আপনা মন৷
কত স্বপ্ন কত চিত্র তুমি ছুঁয়াতে,
মন চায় বারবার হে প্রিয়;তোমাতে হারাতে৷
মন যে সারাক্ষণ তোমার উঠানে
স্বয়নে-স্বপনে, নীড় বুনতে৷
হে অনুপমা, আমি প্রেমে পড়েছি তোমার;
কেবল হচ্ছে না বলা কথা হৃদয়ে আমার৷
চুল নিয়ে কবিতা (আধুনিক প্রেমের কবিতা)
কবিতার নাম
অনুপমা
তোমারঐ দৃষ্টি কানন
মিষ্টি হাসি,
আলতো ঠোঁটের অস্পষ্ট
মাথার কেশের রং মাখামাখি৷
গোলাপের চেয়ে কমল
পরশ মেলানো শিহরণ,
এক অনুপমায় তুমি
কাজল কালো চুলে;'
অনুভূতি নেই ধরা বাঁধা
তোমার একটু নীলে;
ইচ্ছে তোমাতে মিলে
তোমার পাড়াতে বেখেয়ালীর ঝিলে৷
দু'চোখের মায়ায় লুকোচুরি
বার বার কাছে ফিরি
ইস্ বড্ড সাধ জেগেছে
তোমার এক চরন বলে দিতে
তবুও অনুভবে বিলীন মাতালে
দু'চোখ আমার
তোমার ঐ ফ্রেমে বন্ধ ছায়া
ইশ্ খুব ইচ্ছে করছে তোমার"
ছুঁয়ে দিতে, আর বলতে
'ওগো কে তুমি? এক রূপসী রমনী
এই ত্রিভূবনে আজও আমি যে দেখিনী৷
জুড়াবে না চোখের চাহনি
মিটবে না আর পেয়েও পাওয়া,
ইস্ কেন যে দেখেছি ছায়া
পিছুতে পড়ে তোমারই মায়া৷
কি জানি?
তোমার মাথার চুলে
ভালোবাসি বলে,
যদি দেই একখানি ফুল,
কী নিবে না, করবে না পরিত্রাণ
মোহে, নাকি আমার চাওয়াটাই হবে ভুল৷
আজও অনুভূতিতেই রয়ে গেলে
পরে রইল তোমায় ভালবাসার জলে৷
সত্যিই আমি মুগদ্ধ
তোমায় দেখেছি বলে৷
তুমি চেয়ে রইলে আমার হয়ে
কেবল একটু সময়ে হয়ে
তুমি মোর ভাগ্য, তুমিই চির সাধনা৷
বার বার
ভাসে আমার এই দু'নয়নে
তোমার ঐ দৃষ্টি কানন
মিষ্টি হাসি, ইচ্ছে হয়
বড্ড ভালবাসি,
অনেক অনেক বেশি৷'
হাসি নিয়ে কবিতা (বাংলা প্রেমের কবিতা)
কবিতার নাম
দেখেছি তোমায় নীলে
সকালেই দেখেছি তোমার কেশের ভেলা
আমি দাঁড়িয়ে বৈরী হঠাৎ না চাওয়াতেই,
ছন্দময় ভূবন এ যে কুয়াশার মেলা৷
যদি চির যৌবনা ইচ্ছে বিলীন মায়াতে,
এদিকে দেখি ঐদিকে দেখি বড় সাধ
এঁকেছি কল্প কথা যত তোমারি হওয়াতে৷
তোমায় ভেবে ভেবে কেটেছে সারাটা রাত
তুমি আর আমি তত মিশে আজ কুয়াশাতে,
খুঁজেছি তোমার ঐ মন হনণে অন্বেষনা
কেবল সাজের ছোঁয়াতে,
খুব ইচ্ছে খুব ইচ্ছে দু'জনা চির-যৌবনা৷
দেখেছি নতুন সূচনার দান
ইচ্ছেরা চুপ কিন্তু তোমার পাওয়াতে,
আজও পথও চেয়ে আমি তোমার আহবান৷
দেখেছি তোমায় নীলে আমারই ছায়াতে৷
আজ নেই বসন্ত কি দেব প্রতিদান
সত্যিই ভাগ্যটাই আমার
দেখেছি তোমার অপ্রত্যাশিত শীতে,
যদি ইচ্ছে হয় ছুঁতে আমার প্রাণ
কি হারাবে না তুমি আমাতে,
মাঠে-ঘাটে শুনেছি তোমারই কলতান
তুমিই অনুভূতিতে,
বাহ বাহ এ এক যেন মায়ার টান৷
সোনালী রোদ উজ্জল টলমল তোমার হাসি
কত না কত তোমায় ভালবাসি৷
Tags:
Bangla Romantic Kobita