বেশি কথা না বলে চলো golpokobita পড়া যাক৷
চোখ দুটি তাকিয়ে ছিল হেসে ছিলে বলে
মুখটা লাজুক করে হেঁটে গেলে চলে,
ভেবেছি হয়েছে ভুল
হঠাৎ হাতটা নাড়ালে ভাজে কর্ণে চুল৷
মুচকি হেসে দিলে
অগোচরে আমি কী ভেবে নিলে৷
এই ভাবনায় আমি কাটলো কয়েক দিনের রেখা
হঠাৎ সামনে দাঁড়িয়ে হলো দু'জনার দেখা৷
কী অবাক আমি, এমনিতে হাসিতে
ভাসিতে কাটল কয়েক দিন-রাত,
আবার সামনে তুমি এবার যাবে আমার জাত৷
ভেবেছি হাসবে তুমি দেখে আমার এই মুখ
কই হাসলে নাতো কী করে আমি পাব সুখ,
যাক কিছু বলা হল না তাতে
ও মা, একি!
একটু দূরে নাড়ালে ভাজে কর্ণে চুল হাতে
মুচকি হাসি সাথে৷
এবার কী করার, নাকি সময়টাই
তার প্রেমে পড়ার৷
ইস্, আমারি করতে শরম;
বুঝিলাম আমিই তোমার পরম৷
Read more: আবেগি মনের কিছু কথা
Read more: তুমি কি আমার বন্ধু হবে?
Read more: তোমার সাথে কথা না হলে আমার
Tags:
Bangla Romantic Kobita