Bangla koster kotha-1
কখনও মাঝে মাঝে ইচ্ছে ঐ দিগন্তের পাড়ে ছুঁয়ে দেই, কেড়ে আনি আমার বাঁধ ভাঙ্গা ইচ্ছেগুলো, যা আজ এলোমেলো, নিঃসঙ্গ করছে দিনগুলো, গলা টিপে মেরে ফেলছে আঁকা বাঁকা শব্দের অর্থগুলো, চোখ ফিরে নিচ্ছে রং-বসন্ত৷
হলদে হয়ে ঝিমাছে প্রতিটা দিনের প্রভা৷ শব্দগুচ্ছের নেই লুকোচুরি৷ প্রভাতে নেই আলোর নিশান, নেই দোয়েল শালিকের ডাক, নেই মৃদু কোমল পরশ যা মন জুড়িয়ে দেয় আমায়৷
আছে শুধু কঠিন নজর৷ কখনও বেঁহুশ তাকিয়ে তবুও বেলা যায় হাকিয়ে আর চোখে কালোর মেলার এক তীরে ঠিক চাঁদের মতন৷ আবার হাতও বুলাই নিজ হাতে৷
ঘুমিয়ে আর স্বপ্ন দেখিনা, আজ আমার আকাশ, আকাশের তারা, চাঁদ দেখতে ভালো লাগে, রাত জাগতে ভালো লাগে৷ আর মন ভরে কী যেন ভাবতে ভাল লাগে৷ বলতে পার কেন এমন হয় আমার সাথে, কেন?
আকাশের চাঁদটাই যে দূরে, দূর বহু দূরে৷
Read more: তুমি কি আমার বন্ধু হবে?
Valobashar koster kotha-2
শোন একটা কথা বলি, জানিনা আমার এই ভাগ্যে কি লিখা আছে৷ তবুও বলতে হয়৷ আমি চাই না কেউ আমার জন্য এতোটা কষ্ট পাক, আমার জন্য তার জীবনে নেমে আসুক আঁধার, ভেঙ্গে যাক স্বপ্ন, ঝড়ুক অশ্রুর জল, থেমে থাক মানসা৷
আসলে কী জানো; আজ সারাটা দিনই একটা কথাই ভাবলাম,
মানুষের জীবনটা যে সাদা-কালোয় আলোয় রাঙানো, সুখ বলতে কিছু নেই৷ এই জীবনে দুঃখটাই উথ্ পেতে আছে তা এখন বুঝলাম৷
আর যার যাবার সে চলেই যাবে, তাকে শত আপন ভাবলেও কোনো লাভ নেই৷ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি বাঁধা দিব না, আমি কোনো প্রতিবাদও করব না৷
তোমার যাবার বেলায়
যদি তুমি চাও
আমায় করবে হেলায়৷
আমার মুখের হাসি
পিছু ফিরে চাইতে হবে না
কারণ তোমার ইচ্ছেটাই বেশি৷
হে! তবে তাই হবে তাই হবে৷
কেবল দুঃখটা রয়ে যাবে
অপদার্থের কপালে
কেউ আর আপন হল না
প্লিজ, তুমি চলে যেও না৷
Read more: আবেগি মনের কিছু কথা
Bangla koster kotha-3
মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অনেক কিছু ভাবি, তখন মনে হয় যদি ভাবতে ভাবতে আমার জনমটাই অতিবাহিত করতে পারতাম৷ নিজেকে খুব স্বার্থক মনে হত৷
ভাবনায় ভাবনায় মজে যাই খুব,
কোন কথা নেই কেবল চুপ আর চুপ৷
সত্যিই বলে বুঝাতে পারব না৷ যখন তাকিয়ে থাকি আকাশের দিকে তখন দেখতে পাই সাদা সাদা মেঘ কী আকৃতি কী রূপ আবার কখন কখন আকাশটাই নীল হয়ে আমার দিকে তাকিয়ে থাকে৷
তবুও কেন জানি মনে হয় আকাশটার সাথে আমার খুব অভিমান জমে আছে৷ খুব ভাব জমেছে আমার আকাশের সাথে৷
মজার বিষয় কী জানো!
যখন আকাশের দিকে তাকিয়ে কিছু মুহূর্ত ভাবি তখন হঠাৎ হৃদয়ে মেঘের গর্জন করে চোখে বৃষ্টি এসে যায়৷ মাঝে মাঝে বিদ্যুতো চমকে উঠে৷ যাতে কার কোন ক্ষতি না হয় তাই চোখ দুটো বন্ধ করে দেই কেবল বর্ষণ হয়৷
কি আর করার বলো, এক কেন জানি মনে হয় আকাশটাই আমার সব৷ সুখ-দুখ তাকেই তার কানে মনের মনে শুনিয়ে দেই৷ তখন যাক কেউতো একজনকে পাওয়া গেল হৃদয়ের কষ্টটা আড়ি পেতে শুনার৷
আবার হাসি পায় মন৷ হাসিও বটে৷ তখন কেউ আমার হাসি দেখে বলে, 'এই তুমি হাসছো কেন?'
আমি বলি,'না এমনি৷'
যখন কোন কবিতা আঁকি তখন খুব ইচ্ছে হয় কবিতার পঙ্কতিমালা উচ্চস্বরে তাকে শোনাই
ছুঁয়ে দেই তার হৃদয়৷
থাক ভাই আজ আর নয় তবে দেখা হবে আবার....
কী যে হল আমার৷
আমি নিজেও ঠিক ভাবে বুঝে ওঠতে পারছি না৷
না৷ না৷ কিছুতে কিছু বুঝে উঠতে পারছি না৷
কখন মনে হয় নিজেকে কালো আঁধারের
সাডরম্বরে আটকে রাখি৷
কিছুতেই তো বুঝে উঠতে পারছি না
তাই দেখি নীরবে কী বলে পাখি৷
যদি মন খারাপের রোগটা ডাক্তারদের মতন
টিপে টিপে ধরা যেত, হে তবে বেশ হত৷
মিটতো মন খারাপের জ্বালা৷
সত্যিই মনটা ভীষণ কালা৷৷
এইতো আমার পাশেই কিছু ছাই দেখতে পেলাম
যদি মনটাকেও দেখতে পেতাম, তবে
ঘষে মেজে মনটাকে ভাল করতাম৷
অবশ্য এ কাজ আমার দ্বারা হবেই না৷
কি হাসি পেল তাই না৷ এটাই স্বাভাবিক
যদি তুমি আমার হয়ে মন খারাপ কেন?
তবে বুঝতে এ কেমন স্বাদ, এ কেমন মহামারি রোগ৷
মন খারাপ বলেই আজ আমি অনেক সস্থা হয়ে গেছি,
যে যেভাবেই খুশি সে সে ভাবেই বলে যাচ্ছে,
কয়জনি বা আমায় মনে রাখছে৷
তাদের কাছে সত্যি কথা বলেই কি লাভ৷ তাই তাদের কাছ থেকে দূরে থাকাই ভাল৷ আমিও তাই চেষ্টা করছি তবে একটু কঠিন হয়ে যাবে তবুও করতে হবে৷
কষ্টের কথা-4
আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, আমি সারাক্ষণ তোমার চলার পথে ছায়ার মতো থাকতে চাই। তোমার অতীতের না বলা যতো কথা, অতীতের কাটানো মুহূর্ত গুলোতে মিশে থাকা সুখ ও দুঃখ গুলো আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। তোমার মনের সকল কথা, বন্ধুর মতো বল। আমি কিছু মনে করব না। তুমি শুধু আমার হয়ে থেকো।
হারিয়ে যাবার পরে যদি, কেউ খুজতো তাহলে হারানোর কথা আসত না। কেউ যদি নিজ ইচ্ছায় চলে যেতে চাই, তাহলে তাকে না আটকানো ভালো।
সত্যিকার ভালোবাসা কখনও ভোলার নয়। শত অপমান আর অবহেলার পরও ভালোবাসা থেকে যাই।
ভালোবাসার জন্য মানুষ জীবনে কতো ত্যাগ শিকার করে তারপরও ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া হয় না।
বুঝলে প্রিয় মান অভিমান কিছু না, অন্য কাউকে জায়গা দিলে, আগের জনকে বিরক্ত লাগবে এটাই সাভাবিক। একদিন তোমার থেকে অনেক দূরে হারিয়ে যাব।সেদিন তোমাকে বলার মতো আমার আর কিছুই থাকবে না। তোমার দেয়া ম্যাসেস গুলো আর দেখা হবে না।
সেদিন মন চাইলেও তোমার সাথে আর যোগাযোগ হবে না। একদিন তোমার প্রতি সমস্ত অভিমান নিয়ে অনেক দূরে হারিয়ে যাবো, হয়তো আর কোনো দিনের জন্য ফিরব না। তোমার জন্য দোয়া রইল, আল্লাহ্ তোমাকে এতটাই সুখে রাখেন, কখনও যেন আমার কথা তোমার মনে না পরে।
ভালোবাসা কোনদিনও ফুরায় না যেটা ফুরায়, সেটা হলো প্রয়োজন। ভালোবাসা টিকেয়ে রাখার জন্য দুই জনকে লাগে আর সম্পর্ক শেষ করতে একজনই যথেষ্ট।
তার সাথে কথা হয় না, ম্যাসেস দেয়া হয় না, তবুও তাকে ভুলতে পারি না। এটাই মনে হয় ভালোবাসা। তোমার যদি আমাকে কিছু বলার থাকে, আর কথাগুলো যদি আমার জন্য কষ্টের হয় সমস্যা নাই, আমি মানিয়ে নেব, যদি তুমি বুঝিয়ে বল।
যেখানে আমার জন্য অবহেলা ও বিরক্তি আছে,সেখানে তুমি খুঁজে পাবে না আমাকে। আমি কারো জন্য অবহেলা ও বিরক্তির পাএ হতে চাই না। আমার অনুপস্থিতে কারো যদি ভালো হয়, তাহলে তার ভালোটাই হক। তোমার ওপর অভিমান করে নিজেই বেশি কষ্ট পাই।
শুধু বারবার ম্যাসেস গুলো চেক করি, তোমার পোষ্ট গুলো দেখি। আমার অভিমানে তুমি কখনও কষ্ট নিও না, ভালোবাসি বলেই তোমার ওপর অভিমান করি।যেখানে আমার জন্য অবহেলা ও বিরক্তি আছে,সেখানে তুমি খুঁজে পাবে না আমাকে। আমি কারো জন্য অবহেলা ও বিরক্তির পাএ হতে চাই না।
আমার অনুপস্থিতে কারো যদি ভালো হয়, তাহলে তার ভালোটাই হক। তোমাকে কখনও হারাতে দিব না। তুমি আমার শুধুই আমার। তোমাকে বাঁচতে হবে আমার জন্য কারণ তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমার জীবন মূল্যহীন। তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব।
তুমি অনেক সৌভাগ্যবান, হুম সত্যি বলছি। তুমি আমার প্রত্যেক মুনাজাতে থাকো। আমি তোমাকেই চাই, অন্ততকাল তোমাকেই চাইব। তোমার প্রতি আমার ভালোবাসা কখনও কমবে না। 💖💖💖💖💖💖😭😭😭😭😭
তুমি মিথ্যা আর ছলনা এই দুটি বিষয় আমার সামনে এনো না, এই দুটি বিষয় আমি নিতে পারি না। এই দুটি বিষয় আমাকে অনেক কষ্ট দেয়। সত্য যতই কঠিন হক না কেন, কারণ সত্যের সাথে আল্লাহ্ সর্বদা আছেন। কতটা কষ্ট লুকিয়ে, সবার সামনে হাসি মুখটা নিয়ে থাকতে হয়। যদি তুমি আমাকে বুঝতে তাহলে হাজার বার আমাকেই খুঁজতে।
আমি যখন বুঝতে পারি, কেউ আমার সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে মনে হয় তার ভালোবাসা আর বিশ্বাসের যোগ্য আমি হতে পারি নাই।😭😭😭😭😭😭😭তুমি সত্য বলে কাঁদিয়ো, মিথ্যা বলে না। একটা মিথ্যা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। মিথ্যা একে ওপরের প্রতি বিশ্বাসকে নষ্ট করে ফেলে , তাই কখনো মিথ্যার আাশ্রয় নিয় না।
জীবনে দুটি জিনিস প্রকাশ করতে নেই।
☆☆ কষ্ট, ☆☆ভালোবাসা
কষ্ট প্রকাশ করলে মানুষের কাছে হাসির পাএ হবেন।
আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাএ হবেন।
এটাই আমাদের মানব সমাজের বাস্তবতা। আসলে কেউ, কাউকে মূল্যায়ন করতে চাই না। মানুষ অনেক সারর্থপর।আমার সম্পর্কে কিছু জানার থাকলে, আমার কাছে থেকে জেনে নিও। অন্যের কাছ থেকে জানতে গেলে আমার সত্য বিষয়গুলো জানা হবে না। চাইলেই তো আর কারো প্রিয় হওয়া যায় না, তাই আর বিরক্ত করি না।
তুমি যদি আমাকে সত্যি ভালোবাস, যদি আমার ভালো চাও তাহলে ফিরে আসো। আর যদি না আসো তাহলে একদিন জানতে পারবে আমি অনেক দূরে হারিয়ে গেছি, না হয় ঠিকানা হীন জীবনের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। তুমি ফিরে আসো, সমস্ত অভিমান ভুলে। দুঃখের গলপ, কখনও সুখের গলপ পরে বুঝা যায় না। সফলতার গলপ পরে, ব্যার্থতার গলপ বুঝা যায় না।
নিজের অবস্থান থেকে অন্যকে বুঝা যায় না, আপনি যদি তাকে বুঝতে চান, তার অবস্থান থেকে তাকে বুঝার চেষ্টা করুন। তাহলে বুঝতে পারবেন তার এই ব্যার্থতার পিছনে কতো কারণ লুকিয়ে ছিল, যেটা হয়তো আপনার কলপনার বাহিরে। উপহাস অনেকেই করে, যারা প্রকৃত মানুষ তারাই বাস্তবতাকে মুল্যায়ন করে।আমি যদি আগে জানতাম, তুমি আমাকে অনেক বেশি ভালোবাস, তাহলে কখনও অভিমান করে চলে যেতাম না।
বতর্মানে ভালোবাসতে গেলে যোগ্যতা ও সুন্দরয্য লাগে। চাদঁকে তো শুধু আকাশ ছুতে পারে। কাউকে না জানিয়ে ভালোবাসলে কষ্ট তো পেতেই হবে। ভুল তোমার ছিল না, ভুল আমার হেয়েছে। কারো মন না জেনে, মন দিলে কষ্ট তো পেতেই হবে। আমি কখনও তোমার ক্ষতি চাই না, এজন্য আমার থেকে তোমাকে মুক্ত করে দিয়েছি। আমি বাস্তবতার কাছে অসহায়, তোমাকে ভালোবাসার মত কোন যোগ্য তা আমার নাই। আমি আল্লাহর কাছে পরকালে তোমাকে চাইব।
রাগ আর ক্ষোভ এমন একটা বিষ, ভাবছেন অন্য কাউকে খাওয়াবেন কিন্ত প্রতিনিয়ত এই বিষ আপনি পান করছেন। রাগ আর ক্ষোভের কারণে সবসময় আপনি মানসিক চাপের মধ্য থাকেন। আপনি দুশ্চিন্তা, ব্যার্থতা ও রোগশোক এইগুলো আপনার পিছু ছাড়ে না। তাই মানুষকে ক্ষমা করতে শিখেন, তাহলে আল্লাহর কাছে আপনি ও ভালো থাকবেন। আল্লাহ্ ধৈর্য্যশীল ব্যাক্তিকে পছন্দ করেন। অবহেলায় দূরত্ব বাড়ে, কিন্তু কখনও সত্যিকার ভালোবাসাকে ভোলা যায় না।
আল্লাহ্কে ভালোবাসলে আপনার জীবনের কোন কষ্ট, আপনাকে হতাশ করতে পারবে না। এই পৃথিবীতে সফল তো সেই ব্যাক্তি যিনি আল্লাহ্কে ভালোবাসেন। আপনি প্রত্যেকটা বিষয়ে আল্লাহর ওপর শুকরিয়া আদায় করুন, আপনার কোন কষ্ট থাকবে না। কখনও নিজের সঠিক লক্ষ্য থেকে সরবেন না, চেষ্টা চালিয়ে যাবেন। সবসময় আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাস রাখবেন, কখনও হতাশ হবেন না। একমাএ আল্লাহ্ পারেন, আপনার ভাগ্য পরিবর্তন করতে।
আল্লাহ্ তার সকল বানদাকে ভালোবাসেন। কিন্তু তার ভুলগুলোকে নয়। তাওবা করে পাপ কাজ থেকে ফিরে আসলে আল্লাহ্ ক্ষমা করে দান। আমাদের কাছের মানুষ গুলোকে আমরা অনেক ভালোবাসি, এই ভালোবাসা যেন কোন মানুষকে কষ্ট যেন না দেয়। আপনার ভালোবাসায় যেন ন্যায় ও সত্য সর্বদা বিদ্যমান থাকে। মানুষকে এমন ভাবে ভালোবাসেন, আল্লাহ্ যেন আপনার ওপর খুশি হয়ে যায়।
Bangla valobashar koster golpo sms:
মনটা আজও খারাপকী যে হল আমার৷
আমি নিজেও ঠিক ভাবে বুঝে ওঠতে পারছি না৷
না৷ না৷ কিছুতে কিছু বুঝে উঠতে পারছি না৷
কখন মনে হয় নিজেকে কালো আঁধারের
সাডরম্বরে আটকে রাখি৷
কিছুতেই তো বুঝে উঠতে পারছি না
তাই দেখি নীরবে কী বলে পাখি৷
যদি মন খারাপের রোগটা ডাক্তারদের মতন
টিপে টিপে ধরা যেত, হে তবে বেশ হত৷
মিটতো মন খারাপের জ্বালা৷
সত্যিই মনটা ভীষণ কালা৷৷
এইতো আমার পাশেই কিছু ছাই দেখতে পেলাম
যদি মনটাকেও দেখতে পেতাম, তবে
ঘষে মেজে মনটাকে ভাল করতাম৷
অবশ্য এ কাজ আমার দ্বারা হবেই না৷
কি হাসি পেল তাই না৷ এটাই স্বাভাবিক
যদি তুমি আমার হয়ে মন খারাপ কেন?
তবে বুঝতে এ কেমন স্বাদ, এ কেমন মহামারি রোগ৷
মন খারাপ বলেই আজ আমি অনেক সস্থা হয়ে গেছি,
যে যেভাবেই খুশি সে সে ভাবেই বলে যাচ্ছে,
কয়জনি বা আমায় মনে রাখছে৷
Bangla Koster kotha video:
********
কিছু মানুষ আছে যাদের মধ্যে বিশ্বাস রাখাটা অনেক কষ্টের হয়, সেই মানুষ গুলোর কাছে বিশ্বাস বলতে কিছু নেই, তাদের কাছে সামনে দিকটা চোখে পরে কিন্তু বিশ্বাস দিয়ে কিছু দেখার চেষ্টা করে না৷তাদের কাছে সত্যি কথা বলেই কি লাভ৷ তাই তাদের কাছ থেকে দূরে থাকাই ভাল৷ আমিও তাই চেষ্টা করছি তবে একটু কঠিন হয়ে যাবে তবুও করতে হবে৷
No more today good night...
Tags:
Koster kotha